Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে সুবিদপুর ইউনিয়ন পরিষদ

৫নং সুবিদপুর ইউনিয়ন পরিষদটি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয় । পূর্ন নির্মান ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাকালে প্রথম চেয়ারম্যান ছিলেন জনাব মোঃ মহিউদ্দিন মিয়া। ৫নং সুবিদপুর ইউনিয়ন পরিষদটি তালতলা বাজার হইতে ০০.১০কি:মি: দক্ষিন পশ্চিম দিকে অবস্থিত।

অত্র ইউনিয়নের প্রতিষ্ঠানকালীন চেয়ারম্যান জনাব মোঃ মহিউদ্দিন মিয়া প্রথমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। পরবর্তীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান, জাতীয় সংসদ সদস্য এবং জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। নলছিটি উপজেলার  দিক থেকে একটি সরক ইউনিয়নের বুক ভেদ করে মোলল্লার হাটের দিকে অতিবাহিত হয়। ইউনিয়নের পূর্ব  ও দক্ষিনে দিকে রয়েছে বিশ খালি নদী । পশ্চিম দিকে রয়েছে কামদেবপুর গ্রাম এবং উত্তর পূর্ব দিকে রয়েছে কুসংঙ্গল ইউনিয়ন ।

ক) নাম – ৫ নং সুবিদপুর ইউনিয়ন পরিষদ।

খ)  মোট আয়তন ১৭.৬০বর্গ কি:মি:

গ) লোকসংখ্যা – 

ইউনিয়নের মোট জনসংখ্যা ২৪,৩৬২জন। মুসলিম ৯০.৯০%,হিন্দু ৯.১০%।

ঘ) গ্রামের সংখ্যা – ১২ টি।

ঙ) মৌজার সংখ্যা – ০৮ টি।

চ) হাট/বাজার সংখ্যা -৪ টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম –  বাস, মটোর সাইকেল, মাহিন্দ্র এবং ইজি বাইকে করে আসা যায়।

নলছিটি থেকে কারপেটিং সরক ইউনিয়নের মধ্যে দিয়ে মোল্লার হাটের দিকে অতিবাহিত হয়েছে। ইউনিয়নের রাস্তা গুলো কারপেটিং - ১০%, সলিং - ২০%, বাকী ৭০% রাস্তা গুলো মাটির/কাচাঁ। যাতায়েত ব্যাবস্থা নলছিটি থেকে বাস,টমটম,হোন্ডা ও অটো ভ্যান।

জ) শিক্ষার হার – ৯০.২৫%।

কিন্ডারগার্ডেন ১টি। সরকারী প্রথমিক বিদ্যালয় মোট ১৪টি, মাধ্যমিক বিদ্যালয় ২টি,বালিকা বিদ্যালয় ২টি,দাখিল মাদ্রাসা ৩টি, আলিম মাদ্রাসা ১টি,মহিলা মাদ্রাসা ১টি, কওমিয়া মাদ্রাসা ১টি।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব, মোঃ আঃ গফফার খান

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান-

মসজিদ ৭০টি, মন্দির ০৫টি,মাজার০৫টি।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।

ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয় । পূর্ন নির্মান ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়।

ঢ) গ্রাম সমূহের নাম –

  • ইছাপাশা
  • ভোজপুর
  • মাদারঘোনা 
  • সৈয়র
  • গোদন্ডা
  • মজকূর্নী
  • সুবিদপুর
  • পশ্চিম সুবিদপুর
  • পূর্ব গোপালপুর
  • গোপালপুর
  • নলবুনিয়া
  • পশ্চিম গোপালপুর

 

ণ) ইউনিয়ন পরিষদ জনবল –

               ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

               ২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

              ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৬ জন।

              ৪) উদ্যোক্তা      ০২ জন।